অনলাইন ট্রেডিং কি?
অনলাইন ট্রেডিং ব্যবহারকারীদেরকে ব্রোকার ছাড়াই বিনিয়ােগের সুযােগ দেয়। এক্ষেত্রে প্রায়শই স্বল্প ট্রানজেকশন ফি রাখা হয়। ওয়েবে যে সমস্ত বিনােদন, মিডিয়া এবং ট্রাভেল সার্ভিসগুলাে পাওয়া যায় সেগুলাের মধ্যে রয়েছেঃ
- মিউজিক, ভিডিও, নিউজ, স্পাের্টিং ইভেন্টস ও গেমস
- এয়ারলাইন, হােটেল ও কার রিজার্ভেশন
ওয়েবে স্বাস্থ্য -বিষয়ক যে সমস্ত তথ্যাদি পাওয়া যায় সেগুলাের মধ্যে রয়েছেঃ
- মেডিক্যাল, ফিটনেস, নিউট্রিশন ও ব্যায়াম
- ডাক্তার ও ডেন্টিস্টদের ডেটাবেজ, চ্যাটরুম, অনলাইন ফার্মেসি