হটমেইল (Hotmail) এবং ওয়েব মেইল (Webmail) কি?

হটমেইল (Hotmail)

হটমেইল হচ্ছে একটি ই-মেইল সেবাপ্রদানকারী ওয়েবসাইট। সাবীর ভাটিয়া এবং জ্যাক স্মিথ মিলে হটমেইল প্রতিষ্ঠা করেন। এটি ৩৬টি ভাষায় পাওয়া যায়। ২০১৩ সালে হটমেইলকে আউটলুক.কম দ্বারা প্রতিস্থাপিত করা হয়।
Sign up করার সময় গ্রাহক যেকোন একটি নাম পছন্দ করতে পারবেন (@outlook.com বা @hotmail.com)।

ওয়েব মেইল (Webmail)

ওয়েব মেইল হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে মেসেজসমূহ তৈরি, প্রেরণ ও গ্রহণ করার একটি সুবিধা। ওয়েবমেইল বিভিন্ন ধরনের ই-মেইল সফটওয়্যার যেমন আউটলুক বা ইউডোরা ইত্যাদি ব্যবহারের একটি বিকল্প উপায় সরবরাহ করে। ওয়েবমেইল ব্যবহার করতে চাইলে একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) এর সাথে নিবন্ধিত হতে হয়। তারপর ব্যবহারকারী তার ওয়েব ব্রাউজারের মাধ্যমে তাদের ই-মেইল সেবাগুলোকে অ্যাকসেস করতে পারেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *