পড়াশোনা

Pronoun কাকে বলে? কত প্রকার ও কি কি?

3 min read

যে Word কোন Noun এর পরিবর্তে ব্যবহৃত হয়, তাকে Pronoun বলে। (A Pronoun is a word used instead of a noun.)

Pronoun-কে মোট আট ভাগে ভাগ করা যায়। যেমনঃ
1. Personal Pronoun (পারসোন্যাল প্রোনাউন)
2. Demonstrative Pronoun (ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন)
3. Relative Pronoun (রিলেটিভ প্রোনাউন)
4. Interrogative Pronoun (ইন্‌ন্টারোগেটিভ প্রোনাউন)
5. Distributive Pronoun (ডিসট্রিবিউটিভ প্রোনাউন)
6. Reciprocal Pronoun (রেসিপ্রোক্যাল প্রোনাউন)
7. Indefinite Pronoun (ইনডেফিনিট প্রোনাউন)
8. Reflexive and Emphatic Pronoun (রিফ্লেক্সসিভ এন্ড ইমফ্যাটিক প্রোনাউন)।

1. Personal Pronoun
যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে, তাকে Personal Pronoun বলে। যেমনঃ

I am a boy.
You are a student.
He is an honest man.

ওপরের Sentence গুলোতে I, you, he Pronoun গুলো ব্যক্তির পরিবর্তে বসেছে। সুতরাং, I, you, he Pronoun গুলো Personal Pronoun

Personal Pronoun তিন প্রকারঃ
1. Personal Pronoun of the First Person : যে কথা বলে তাকে First Person বলে। যেমন— I, we, me, us, my, our, mine, ours ইত্যাদি।
2. Personal Pronoun of the Second Person : যাকে সম্বোধন করে কথা বলা হয় তাকে Second Person বলে। যেমন— You, your, yours, thee ইত্যাদি।
3. Personal Pronoun of the Third Person : যার সম্বন্ধে কোন কথা বলা হয় তাকে Third Person বলে। যেমন— He, she, it, him, her, hers, his, they, them, their, theirs ইত্যাদি।

Person, Number, Gender ও Case ভেদে Personal Pronoun গুলোর আকার পরিবর্তন হয়।

Personal Pronoun এর ব্যবহারঃ
1. My, his, her, its, one, their ইত্যাদি Possessive Pronoun গুলো Adjective-এর ন্যায় Noun এর পূর্বে বসে। যেমন–
This is my book.
These are your pens.
It is his pencil.

2. Mine, ours, yours, theirs ইত্যাদি Possessive Pronoun গুলোর পরে Noun বসে না। এগুলো সরাসরি Pronoun এর মত ব্যবহৃত হয়। যেমন–
This house is mine.
That tree is ours.
This is a book of mine.
This pen is yours.

আবার Possessive Pronoun-গুলো to be verb এর Subject হিসেবেও বসে। যেমন– Ours is a tropical country.

3. ‘It’ এর ব্যবহারঃ
Personal Pronoun ‘It’ শব্দের অর্থ এটা। অনেক সময় বাংলায় এটা না থাকলেও কোন কোন Sentence-এ It ব্যবহৃত হয়। যেমন–

i) জড় পদার্থ বুঝাতে– It is a pen.
ii) ইতর বা নিম্ন শ্রেণির প্রাণী বুঝাতে– It is a cat.
iii) ছোট শিশুর পরিবর্তে– The boy is crying for its mother.
iv) জোর দেয়ার জন্য– It is you who have stolen my watch.
v) সময়, দূরত্ব, ওজন, আবহাওয়া প্রকাশ করতে to be verb এর Subject হিসেবে It বসে। যেমন– It is mornay. It is ten miles from here. It is very cold today. It seems to be hard.

2. Demonstrative Pronoun
যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুর পূর্বে বসে তাকে নির্দেশ করে, তাকে Demonstrative Pronoun (ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন) বলে। যেমনঃ

  • This is my book.
  • These are my pens.
  • That is a nice cat.
  • Those are my books.

ওপরের This, these, that, those শব্দগুলো Noun এর পরিবর্তে বসে এগুলোকে নির্দেশ করছে। সুতরাং this, these, that, those শব্দগুলো Demonstrative Pronoun।

3. Relative Pronoun
Re শব্দের অর্থ পেছন বা পূর্ব এবং lative শব্দের অর্থ সম্পর্ক। সুতরাং যে Pronoun পূর্ববর্তী Noun বা Pronoun-এর পরে বসে দু’টি Sentence-কে সংযুক্ত করে সম্পর্ক স্থাপন করে, তাকে Relative Pronoun বলে। যেমনঃ

I know the man who came here.
This is the house where we live in.
This is the pen that I lost yesterday.
This is the shirt which I bought yesterday.

ওপরের who, where, that, which শব্দগুলো Noun এর পরে বসেছে এবং দু’টো Sentence-কে সংযুক্ত করে সম্পর্ক স্থাপন করেছে। সুতরাং who, where, that, which শব্দগুলো Relative Pronoun.

4. Interrogative Pronoun
যে Pronoun দ্বারা কোন কিছু সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তাকে Interrogative Pronoun বলে। যেমনঃ

  • Who are you?
  • Whom do you want?
  • Which pen have you lost?
  • What is your name?

উপরের বাক্যগুলোতে who, whom, which, what শব্দগুলো Noun এর পরিবর্তে বসেছে এবং এগুলো দ্বারা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। সুতরাং who, whom, which, what শব্দগুলো Interrogative Pronoun.

5. Distributive Pronoun
যে Pronoun দুই বা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে পৃথকভাবে বুঝায়, তাকে Distributive Pronoun বলে। যেমনঃ

  • Each of the boys has got an apple.
  • Either of the girls has done this.
  • Neither of the pens will do.

ওপরের বাক্যগুলোতে each, either ও neither শব্দগুলো দুই বা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে আলাদা করে বুঝাচ্ছে। সুতরাং each, either, neither শব্দগুলো Distributive Pronoun।

6. Reciprocal Pronoun
যে Pronoun দুই বা দু’এর অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক কার্যকারণ ও সম্পর্ক বুঝায়, তাকে Reciprocal Pronoun বলে। যেমনঃ

  • Rina and Rekha love each other.
  • We liked one another.

ওপরের বাক্য দু’টির মধ্যে each other দিয়ে দুইজনের মধ্যে এবং one another দিয়ে অনেকের মধ্যে কার্যসম্পাদন করা বুঝাচ্ছে। সুতরাং each other, one another শব্দগুলো Reciprocal Pronoun.

7. Indefinite Pronoun
যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বুঝায়, তাকে Indefinite Pronoun বলে। যেমনঃ

  • Any of the books will do.
  • One should do one’s duty.
  • None of the poems are famous.
  • Somebody has stolen my book.

ওপরের বাক্যগুলোতে any, one, none ও somebody শব্দগুলো কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ না করে অনির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করছে। সুতরাং any, one, none ও somebody শব্দগুলো Indefinite Pronoun.

8. Reflexive & Emphatic Pronoun
Reflexive অর্থ পশ্চাতে ফেরা। সুতরাং Personal Pronoun এর সঙ্গে self বা selves যুক্ত হয়ে কোন Pronoun যখন Object হিসেবে ব্যবহৃত হয় এবং পশ্চাতে ফিরে পুনরায় Subject কে নির্দেশ করে, তখন তাকে Reflexive Pronoun বলে। যেমনঃ

  • He killed himself.
  • We hurt ourselves.
  • You can help yourselfe.

ওপরের বাক্যগুলোতে himself, ourselves, yourselfe শব্দগুলো Object হিসেবে ব্যবহৃত হয় এবং পশ্চাতে ফিরে পুনরায় Subject কে নির্দেশ করছে। সুতরাং himself, ourselves, yourselfe শব্দগুলো Reflexive Pronoun.

5/5 - (20 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x