বৈদ্যুতিক স্থাপনার কাজ সহজে, অল্প খরচে, কম সময়ে, সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য ওয়্যারিং এর প্রতীক ব্যবহার করে যে নক্সা তৈরি করা হয়, তাকে ওয়্যারিং লেআউট বলে। বৈদ্যুতিক ওয়্যারিং সঠিকভাবে বাস্তবায়নের জন্য যন্ত্রপাতি ও বিভিন্ন ফিটিংসের প্রতীকসমূহ ব্যবহার করে ওয়্যারিং লে-আউট প্ল্যান তৈরি করা হয়।
ল্যাম্প হোল্ডার কত ধরনের হয় ও কি কি?
ল্যাম্প হোল্ডার প্রধানত ২ (দুই) ধরনের হয়। যথা:
১. বেয়নেট ক্যাপ হোল্ডার
২. এডিসন স্ক্রু ক্যাপ হোল্ডার
গঠন ও ব্যবহার অনুযায়ী হোল্ডারকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন :
১. ব্যাটেন হোল্ডার
২. পেনডেন্ট হোল্ডার
৩. ব্র্যাকেট হোল্ডার
৪. কী-সুইচ হোল্ডার
৫. পুশ-পুল হোল্ডার
৬. স্যুইভেল ল্যাম্প হোল্ডার
৭. ফ্লোরোসেন্ট ল্যাম্প হোল্ডার।