মডুলেশন ও ডিমডুলেশন কাকে বলে? মডুলেশন ও ডিমডুলেশন এর প্রকারভেদ।
মডুলেশন : যে পদ্ধতিতে অডিও ফ্রিকুয়েন্সিকে হাই ফ্রিকুয়েন্সির সাথে মিশ্রিত করা হয় তাকে মডুলেশন (Modulation) বলে।
ডিমডুলেশন: যে পদ্ধতির মাধ্যমে মূল মডুলেটিং সিগন্যাল আলাদা করা হয়, তাকে ডিমডুলেশন (Demodulation) বলে। অর্থাৎ এটি অডিও ফ্রিকুয়েন্সিকে হাই-ফ্রিকুয়েন্সি আলাদা করে।
মডুলেশন ও ডিমডুলেশন এর প্রকারভেদ
মডুলেশন প্রধানত তিন প্রকার। যথাঃ
(ক) অ্যামপ্লিচ্যুড মডুলেশন : যে মডুলেশনে মডুলেটিং ফ্রিকুয়েন্সির অনুক্রমে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিচ্যুড পরিবর্তন হয়, তাকে অ্যামপ্লিচ্যুড মডুলেশন বলে।
(খ) ফ্রিকুয়েন্সি মডুলেশন : যে মডুলেশনে মডুলেটিং ফ্রিকুয়েন্সির অনুক্রমে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকুয়েন্সি পরিবর্তন হয়, তাকে ফ্রিকুয়েন্সি মডুলেশন বলে।
(গ) ফেজ মডুলেশন : যে মডুলেশনে মডুলেটিং ফ্রিকুয়েন্সির অনুক্রমে ক্যারিয়ার সিগন্যালের ফেজ পরিবর্তন হয়, তাকে ফেজ মডুলেশন বলে।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “রেড ডাটা বুক কি? ” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।