ইলেকট্রোলাইট পদার্থ কাকে বলে? ট্রায়োড এর তুলনায় ট্রানজিস্টর উত্তম কেন?
যে সকল যৌগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় থেকে ধনাত্মক (+ Ve) ও ঋণাত্মক (- Ve) আয়তন দ্বার তড়িৎ পরিবহন করতে পারে এবং সেই সাথে রাসায়নিক পরিবর্তন ঘটে, তাদেরকে ইলেকট্রোলাইট পদার্থ বলে। যেমন– বিগলিত NaCl এ Na+ ও Cl- উপস্থিত থাকে যা সঞ্চালনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করতে পারে।
ট্রায়োড এর তুলনায় ট্রানজিস্টর উত্তম কেন?
ট্রায়োড ও ট্রানজিস্টর উভয়েই অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে। কিন্তু ট্রায়োড ভালভের আকার অনেক বড় হওয়ায় ইলেকট্রনিক ডিভাইসে স্থাপনে সমস্যা দেখা দেয়। এর জন্য বেশি শক্তির ব্যয়, নির্ভরযোগ্যতা কম ও শীতলীকরণ ব্যবস্থা থাকা প্রয়োজন। কিন্তু ট্রানজিস্টরের ক্ষেত্রে এসব সমস্যা নেই। তাই ট্রায়োডের তুলনায় ট্রানজিস্টর উত্তম।