পড়াশোনা
1 min read

ইলেকট্রিসিটি কী? টিভি বন্ধ করলেও পর্দায় আলোর আভা থাকে কেন?

ইলেকট্রন কথাটির অর্থ হলো সোলেমানি পাথর বা অ্যাম্বর। ইলেকট্রিসিটির উৎপত্তিগত গ্রিক শব্দ Electron. ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ এক ধরনের বল বা শক্তি যা খালি চোখে দেখা যায় না, আমাদের ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায়।

টিভি বন্ধ করলেও পর্দায় আলোর আভা থাকে কেন?

টিভিতে একটি বায়ুশূন্য কাঁচের নল থাকে যার এক পাশে ইলেকট্রন গান এবং অন্য পাশে ফ্লোরোসেন্ট পদার্থের প্রলেপযুক্ত একটি স্ক্রিন থাকে। ইলেকট্রন গান থেকে হাজার হাজার ইলেকট্রন স্ক্রিনের গায়ে ধাক্কা দেয় ফলে ফ্লোরোসেন্ট পরমাণুগুলো উত্তেজিত হয়ে ওঠে। ফ্লোরোসেন্ট পরমাণুগুলো তার ধর্ম অনুযায়ী আলো বিকিরণ করতে থাকে, ফলে আমরা ছবি দেখি। টেলিভিশনের সুইচ বন্ধ করলেও পরমাণুগুলোর উত্তেজনা কিছুক্ষণ বজায় থাকে এবং আলোক আভা ছড়ায়। এ কারণেই সুইচ বন্ধ করার পরও টিভির পর্দায় আলোর আভা দেখা যায়।

Rate this post