পড়াশোনা
0 min read

নিয়ন্ত্রণ যন্ত্র বলতে কি বুঝায়? নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের গুরুত্ব

সাধারণত নিয়ন্ত্রণ বলতে বুঝায় কোন কিছুকে নিজের আয়ত্তের মধ্যে রাখা বা যখন প্রয়োজন, তখন ব্যবহার করা। আর আমরা বৈদ্যুতিক পদ্ধতির ক্ষেত্রে নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে সুইচ ও সার্কিট ব্রেকারকে বুঝে থাকি।
সুইচকে সাধারণত নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে বেশি ব্যবহার করা হয়। তবে আজকাল সুইচ ছাড়াও সার্কিট ব্রেকার, এমসিবি, টাইমার ও রিলেও ব্যবহৃত হয়ে থাকে।

নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের গুরুত্ব
নিয়ন্ত্রণ যন্ত্রের প্রয়োজনীয়তা অনেক। কারণ যদি নিয়ন্ত্রণ যন্ত্র না থাকতো, তাহলে বৈদ্যুতিক পদ্ধতিতে কোন জিনিস চালু করলে শুধু চালুই থাকতো বা বন্ধ করলে শুধু বন্ধ থাকতো। আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যেতো না। নিয়ন্ত্রণ যন্ত্র থাকলে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়। যেমন– শীতকালে ফ্যানের প্রয়োজন হয় না, তাই ফ্যান বন্ধ রাখি। দিনের বেলায় তেমন আলোর প্রয়োজন হয় না, তাই লাইট এর সুইচ বন্ধ রাখি। তাই নিয়ন্ত্রণ যন্ত্রের গুরুত্ব অপরিসীম।

Rate this post