বিভিন্ন প্রকার ল্যাম্পের ব্যবহার লিখ।
বিভিন্ন প্রকার ল্যাম্পের ব্যবহার নিম্নে দেয়া হলোঃ
- ফিলামেন্ট ল্যাম্প : ফিলামেন্ট থেকে আলো বিচ্ছুরিত হওয়ার জন্য একে ফিলামেন্ট ল্যাম্প বলে। সাধারণতঃ বাসা-বাড়ীতে ফিলামেন্ট ল্যাম্প ব্যবহৃত হয়।
- কার্বন ফিলামেন্ট ল্যাম্প : একটি বায়ুশূন্য কাচের গোলকের মধ্যে কার্বনের তৈরী সরু ফিলামেন্ট দিয়ে এ ল্যাম্প তৈরী করা হয়। এ ল্যাম্পে আলো ঠিক সাদা হয় না, কিন্তু কিছুটা হলুদ বর্ণের হয়। ব্যাটারী চার্জিংয়ের সময় রোধ হিসেবে এ ল্যাম্প ব্যবহৃত হয়।
- ভ্যাকুয়াম মেটাল ফিলামেন্ট ল্যাম্প : এ ল্যাম্প একটি বায়ুশূন্য কাচের গোলকের মধ্যে সরু টাংস্টেনের ফিলামেন্ট দিয়ে তৈরী করা হয়। এ ল্যাম্প বেশীদিন টেকসই হয় না। খুব কম ওয়াটের জন্য এ ল্যাম্প ব্যবহৃত হয়। সাধারণতঃ ১৫ ওয়াট ও ২৫ ওয়াটের এ ধরণের ল্যাম্প হয়ে থাকে।
- গ্যাসভরা কুণ্ডলিত ফিলামেন্ট ল্যাম্প : এ ধরণের ল্যাম্প আর্গন (Ar), নাইট্রোজেন (N), ক্রিপ্টন (Kr) ইত্যাদি নিষ্ক্রিয় গ্যাস দ্বারা ভর্তি থাকে। বায়ুশূন্য বাতি অপেক্ষা এ বাতিতে অনেক বেশী উজ্জ্বল সাদা আলো পাওয়া যায়। যেখানে ১৫ ওয়াটের বেশী বাতি প্রয়োজন হয়, সেখানে এ ধরণের বাতি ব্যবহৃত হয়।
- আর্ক ল্যাম্প : আর্ক ল্যাম্পের ওয়াট এত বেশী যে ঘরের ভিতরে এ ধরণের বাতি ব্যবহার করা যায় না। এ ল্যাম্প বিশেষ ক্ষেত্রে যেমন : সন্ধানী আলো, সিনেমার প্রজেক্টর এবং ম্যাজিক লাইট ছাড়া আর্ক ল্যাম্পের ব্যবহার নেই বললেই চলে।
- গ্যাস ডিসচার্জ ল্যাম্প : এ ল্যাম্পে একটি কাচের নলের দু’দিকে দু’টি ইলেকট্রোড রেখে তার ভিতরে বায়ুশূন্য করে, তারপর নলের ভিতরে সোডিয়াম বাষ্প, পারদ বাষ্প, নিয়ন (Ne), জেনন (Xe) ইত্যাদি গ্যাস ভরে গ্যাস ডিসচার্জ ল্যাম্প তৈরী করা হয়। এ ধরণের ল্যাম্প সাধারণতঃ রাস্তা-ঘাট, রেল আঙ্গিনা, বড় ধরণের ব্রীজ, বিমান উড্ডয়ন স্থান ও কোন উন্মুক্ত স্থান আলোকিত করতে ব্যবহৃত হয়।
- মার্কারী ভেপার ল্যাম্প : এ ধরণের ল্যাম্প বিভিন্ন কাপড়ের দোকান, শপিং মল, শিল্পাঞ্চল, রেল আঙ্গিনা, বন্দর ও রাস্তা-ঘাট আলোকিত করার জন্য ব্যবহৃত হয়।
- সোডিয়াম ভেপার ল্যাম্প : রাস্তা-ঘাট, ব্রীজ, উন্মুক্ত স্থান, বিমান উড্ডয়ন, জেনারেল আউটডোর ও লো-পাওয়ার ফ্যাক্টর লাইনে ব্যবহৃত হয়।
- এনার্জি সেভিং ল্যাম্প : বর্তমানে এ ধরণের ল্যাম্প বাসা-বাড়ী ও সিএনজি স্টেশনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এ ধরণের ল্যাম্প এনার্জি সেভ করে বলে সরকার জনগণকে এ ধরণের ল্যাম্প ব্যবহারে উৎসাহিত করছে।
- টিউব লাইট : দিনের ন্যায় আলো পাবার জন্য এ ধরণের ল্যাম্প শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, বাসা-বাড়ীতেও ব্যবহৃত হয়।