আকাইদ কি? আকাইদকে ইসলামের প্রধান ভিত্তি বলা হয় কেন?
আকাইদ শব্দটি আকিদা শব্দের বহুবচন। এর অর্থ বিশ্বাসমালা। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকে আকাইদ বলা হয়। ইসলাম আল্লাহ পাকের মনোনীত একমাত্র দীন বা জীবনব্যবস্থা। এর দুটি দিক আছে। যথা- বিশ্বাসগত দিক ও আচরণগত বা প্রয়োগিক দিক। ইসলামের বিশ্বাসগত দিকের নামই হলো আকাইদ। আল্লাহ তায়ালা, নবী-রাসুল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত-জাহান্নাম ইত্যাদি আকাইদের অন্তর্ভুক্ত।
আকাইদকে ইসলামের প্রধান ভিত্তি বলা হয় কেন?
মুসলিম হওয়ার জন্য আকাইদে বিশ্বাস আবশ্যক হওয়ায় একে ইসলামের প্রধান ভিত্তি বলা হয়।
ইসলাম ধর্মের অনুসারী হওয়ার জন্য সর্বপ্রথম মৌলিক কতগুলো বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়। যেমন- আল্লাহ তায়ালা, নবি-রাসুল, ফেরশতা ইত্যাদি। ইসলামের এরূপ বিষয়গুলোর ওপর বিশ্বাস করাই হলো আকাইদ। আর এ বিশ্বাস ছাড়া ইসলামে প্রবেশ করা বা মুসলমান হওয়া যায় না। তাই একে ইসলামের প্রধান ভিত্তি বলা হয়।