আদর্শ মানব হিসাবে হযরত মুহাম্মাদ (স.)-এর সংক্ষিপ্ত জীবনী।

আমাদের প্রিয়নবি হযরত মুহাম্মাদ (স.) হলেন মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন– ‘নিশ্চয়ই রাসুলের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ।’ (সূরা আহযাব: ২১)।
মহানবি (স.) ব্যক্তিগত জীবনে অত্যন্ত বিনয়ী, সদালাপী, হাস্যোজ্জ্বল ও দয়ালু ছিলেন। তার দয়া ও ভালোবাসা সকলের পাশাপাশি শিশুদের প্রতিও ফুটে ওঠে। আর সততা, ক্ষমাশীলতা, উদারতা ও মানবিকতাসহ অনুসরণীয় গুণাগুণ রাসুল (স.)-এর মাঝে বিদ্যমান ছিল। এছাড়া পরিবার সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য একজন মানুষের জীবনে যতগুলো গুণ থাকা প্রয়োজন সব গুণই মহানবি (স.)-এর মধ্যে ছিল। তিনি স্ত্রী-কন্যা, পিতা-মাতা, ভাই-বোন সকলের জন্য আদর্শ ছিলেন। তাছাড়াও সমাজ ও জাতির জীবনে এমন কোনো দিক নেই যা তিনি সুন্দর ও কল্যাণমুখী করে সংস্কার করেন নি। তিনি সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়াও তিনি সামাজিক সকল অনাচার ও বৈষম্য দূর করে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *