তাওহীদ শব্দের অর্থ কি? তাওহীদ কাকে বলে? তাওহীদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা।

তাওহীদ শব্দের অর্থ- একত্ববাদ

আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহীদ বলে। তাওহীদের মূলকথা হলো– আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি সব প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক। ইসলামের সব শিক্ষা ও আদর্শ তাওহীদের ওপর প্রতিষ্ঠিত।

তাওহীদের গুরুত্ব
ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয়় হলো তাওহীদ। অর্থাৎ মুমিন ও মুসলিম হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তা’আলার একত্ববাদে বিশ্বাস করতে হবে। তাওহিদ বা বিশ্বাস ব্যতীত কোন ব্যক্তি ঈমান ও ইসলামে প্রবেশ করতে পারে না। ইসলামের সকল শিক্ষা ও আদর্শ তাওহীদের উপর প্রতিষ্ঠিত। পৃথিবীতে যত নবী-রাসূলগণ এসেছেন সকলেই তাওহীদের দাওয়াত দিয়েছেন। সকল নবীগণের দাওয়াতের মূল কথা ছিল – লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোন ইলাহ বা মাবুদ নেই। তাওহীদের শিক্ষা প্রতিষ্ঠা করার জন্য নবী-রাসূলগণ আজীবন সংগ্রাম করেছেন। মূলত তাওহিদই হলো ঈমানের মূল। ইসলামে তাওহীদের গুরুত্ব অপরিসীম।

তাওহীদ এর প্রয়োজনীয়তা
তাওহীদ আল্লাহর একত্ববাদে বিশ্বাস। মানবজীবনে তাওহীদের প্রভাব অত্যন্ত ব্যাপক। তাওহিদা বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়। আল্লাহ তাআলা আমাদের একমাত্র সৃষ্টিকর্তা এবং পালনকর্তা। তাওহীদের বিশ্বাস এর মাধ্যমে মানুষ এই সত্যকে স্বীকার করে নেয়। মানুষের দ্বারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে থাকে।

তাওহীদে বিশ্বাস মানুষকে আত্মসচেতন ও আত্মমর্যাদাবান করে তোলে। মানুষ আল্লাহ তা’আলা ব্যতীত অন্য কারো নিকট মাথা নত করে না। এর ফলে জগতের সকল সৃষ্টির উপর মানুষের মর্যাদা প্রতিষ্ঠা হয় এবং মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে মর্যাদা লাভ করে।

সুন্দর চরিত্র গঠনের ক্ষেত্রেও তাওহীদের প্রয়োজনীয়তা অপরিসীম। মানুষ আল্লাহতালার গুণাবলীর পরিচয় লাভ করে এবং সে অনুযায়ী চলার চেষ্টা করে। মানবসমাজে ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায়ও তাওহীদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা তাওহীদে বিশ্বাস মানবসমাজে এ ধারণা প্রতিষ্ঠা করে যে, সকল মানুষই আল্লাহর বান্দা এবং সমান মর্যাদার অধিকারী। এতে করে মানুষের মধ্যে ঐক্যের চেতনা জাগ্রত হয়।

তাওহীদে বিশ্বাস মানুষের মধ্যে আল্লাহভীতি তৈরি করে। ফলে মানুষ আল্লাহর ইবাদত ও সৎ কর্মে উৎসাহিত হয় এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য অসৎ এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকে। ফলে মানব সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়।

তাওহিদা বিশ্বাস মানুষকে পরকালীন জীবনের সফলতা এনে দেয়। কেননা তাওহীদে বিশ্বাস ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই মানব জীবনের সকল ক্ষেত্রেই তাওহীদে বিশ্বাস মুক্তি ও সফলতার পথ দেখায়।

এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–
১। তাওহিদ শব্দের অর্থ কী?
ক) বহুত্ববাদ    খ) বৈরাগ্যবাদ
গ) একত্ববাদ    ঘ) অংশীবাদ
সঠিক উত্তর : গ) একত্ববাদ

২। তাওহিদ বলতে কী বোঝায়?
ক) আল্লাহর একত্ববাদকে মেনে নেওয়া
খ) আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা
গ) হযরত মুহাম্মদ (স) কে রাসূল হিসেবে মেনে নেওয়া
ঘ) ফেরেশতাদের অস্তিত্বে বিশ্বাস করা
সঠিক উত্তর : ক) আল্লাহর একত্ববাদকে মেনে নেওয়া

৩। তাওহিদের মূল কথা কী?
ক) আমরা সবাই আল্লাহর সৃষ্টি
খ) আল্লাহ এক ও অদ্বিতীয়
গ) মুহাম্মদ (স) আল্লাহর রাসূল
ঘ) এ পৃথিবী আল্লাহ ধ্বংস করে দেবেন
সঠিক উত্তর : খ) আল্লাহ এক ও অদ্বিতীয়

৪। ‘কোনো কিছু তাঁর সদৃশ নয়’ – এখানে কার কথা বলা হয়েছে?
ক) হযরত মুহাম্মদ (স) এর
খ) আল্লাহর
গ) হযরত আদম (আ) এর
ঘ) হযরত ইব্রাহিম (আ) এর
সঠিক উত্তর : খ) আল্লাহর

৫। ইমানের সর্বপ্রধান ও সর্বপ্রথম বিষয় কোনটি?
ক) আখিরাত
খ) তাওহিদ
গ) রিসালাত
ঘ) আসমানি কিতাব
সঠিক উত্তর : খ) তাওহিদ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *