মুনাফিক কাকে বলে? তাকওয়া বলতে কি বুঝায়?

যারা মুখে ইমানের স্বীকৃতি দেয় কিন্তু অন্তরে অবাধ্যতা লুকিয়ে রাখে তাদের মুনাফিক বলে।

মুনাফিকরা মুসলমান ও কাফির উভয় দলের সাথেই থাকে। প্রকাশ্যে তারা নিজেদের মুসলমান বলে দাবি করে কিন্তু গোপনে তারা ইসলামকে অস্বীকার করে। মুনাফিকরা সাধারণত সামাজিক ও পার্থিব লাভের জন্য এরূপ করে থাকে। রাসুল (স.)-এর হাদিস অনুযায়ী এরা মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করে ও আমানতের খিয়ানত করে থাকে।

তাকওয়া বলতে কি বুঝায়?
তাকওয়া একটি আরবি শব্দ। তাকওয়া শব্দের অর্থ বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা। ব্যবহারিক অর্থে পরহেজগারি, খোদাভীতি, আত্মশুদ্ধি ইত্যাদি।

ইসলামি পরিভাষায়, আল্লাহ তায়ালার ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার ও পাপকাজ থেকে বির ত থাকাকে তাকওয়া বলা হয়। অন্যকথায় সকল প্রকার পাপাচার থেকে নিজেকে রক্ষা করে কুরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করাকে তাকওয়া বলা হয়।
যে তাকওয়া অর্জন করে তাকে মুত্তার্কী বলে। এটি পবিত্র আল কুরআনের বহু জায়গায় পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *