আখলাক কাকে বলে? আখলাক কত প্রকার ও কি কি?
মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে আচার-আচরণ ও স্বভাব-চরিত্রের প্রকাশ পায় তাকে আখলাক বলে। আখলাক আরবি শব্দ ‘খুলুকুন’ এর বহুবচন। যার অর্থ চরিত্র বা স্বভাব। মানব জীবনের ব্যক্তিগত, সামাজিক এবং আন্তর্জাতিক সকল দিকই আখলাকের অন্তর্ভুক্ত।
আখলাকের প্রকারভেদ
আখলাক দুই প্রকার।
১. আখলাকে হামিদাহ্
মানবজীবনের উত্তম গুণাবলিকে আখলাকে হামিদাহ বা প্রশংসনীয় চরিত্র বলে। যেমন— ধৈর্য, সততা, দেশপ্রেম, সমাজসেবা প্রভৃতি। এ সকল চরিত্রের অধিকারী ব্যক্তি সমাজে নন্দিত ও সম্মানিত।
২. আখলাকে যামিমাহ্
মানবজীবনের নিকৃষ্ট চরিত্রকে আখলাকে যামিমাহ বা নিন্দনীয় চরিত্র বলে। যেমন- অহংকার, ঘৃণা, মিথ্যাচার, সুদ, ঘুষ, অশ্লীলতা প্রভৃতি। এ সকল চরিত্রের অধিকারী ব্যক্তি সমাজে ঘৃণিত ও নিন্দিত।
এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–
১। প্রচলিত অর্থে আখলাক বলতে কী বোঝায়?
ক) সচ্চরিত্র
খ) দুশ্চরিত্র
গ) চরিত্র
ঘ) স্বভাব
সঠিক উত্তর : ক) সচ্চরিত্র
২। আখলাক কত প্রকার?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর : ক) দুই
৩। মানুষের স্বভাবসমূহের সমন্বিত রূপকে কী বলা হয়?
ক) আখলাক
খ) আখলাকে হামিদাহ
গ) আখলাকে যামিমাহ
ঘ) আত্মশুদ্ধি
সঠিক উত্তর : ক) আখলাক
৪। মানবীয় মৌলিক গুণ এবং জীবনের শ্রেষ্ঠ সম্পদ কোনটি?
ক) সোনা-রূপা
খ) টাকা-পয়সা
গ) হিরা-পান্না
ঘ) উত্তম চরিত্র
সঠিক উত্তর : ঘ) উত্তম চরিত্র
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “আখলাক কাকে বলে? আখলাক কত প্রকার ও কি কি?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।