Islamic
1 min read

মুবাহ কাকে বলে? খতমে নবুয়ত বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

যে সকল কাজ করলে কোনোরূপ সওয়াব নেই, আবার না করলে কোনোরূপ গুনাহও হয় না সেসব কাজকে মুবাহ বলে। মানুষ ইচ্ছা করলে এরূপ কাজ করতে পারে, আবার ইচ্ছা করলে তা না-ও করতে পারে।

খতমে নবুয়ত বলতে কী বোঝায়?
খতমে নবুয়ত বলতে নবুয়তের সমাপ্তিকে বোঝায়।

মানবজাতির হিদায়াতের জন্য আল্লাহ তায়ালা যুগে যুগে বহু নবি-রাসুল প্রেরণ করেছেন। এ ক্রমধারা শুরু হয়েছে হযরত আদম (আ.)-এর মাধ্যমে এবং শেষ হয়েছে হযরত মুহাম্মদ (স.)-এর মাধ্যমে। অর্থাৎ সর্বশ্রেষ্ঠ নবি ও রাসুল হযরত মুহাম্মদ (স.)-এর মাধ্যমে নবুয়ত ও রিসালাতের দায়িত্ব বন্ধ হয়েছে। নবুয়ত তথা নবি-রাসুল আগমনের এ ক্রমধারাটির পরিসমাপ্তিকেই খতমে নবুয়ত বলা হয়।

Rate this post