আল্লাহ তায়ালার দাসত্ব স্বীকার করাকে ইবাদত বলে। ইবাদত তিন প্রকার। যথা–
- ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত,
- ইবাদতে মালি বা আর্থিক ইবাদত,
- ইবাদতে মালি ও বাদানি বা শরীর ও অর্থ উভয়ের সংমিশ্রণে ইবাদত।
ওযু নষ্ট হওয়ার কারণগুলো কি কি?
নানা কারণে ওযু নষ্ট হয়। এগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। যেসব কারণে ওযু নষ্ট হয় তা হলো–
- পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে।
- মুখ ভরে বমি করলে।
- কোনো কিছু ঠেস দিয়ে বা শুয়ে ঘুমিয়ে পড়লে।
- অজ্ঞান হলে।
- রক্ত বা পুঁজ বের হয়ে শরীর থেকে গড়িয়ে পড়লে।
- সালাতের মধ্যে উচ্চস্বরে হেসে পড়লে।
ওযু করা ফরজ। ওযু ছাড়া সালাত আদায় হয় না। ওযু সম্পর্কে আমরা সাবধান থাকব। ওযু নষ্ট হলে ওযু করে নেব।