আখিরাত বলতে কি বুঝায়? আখিরাতে বিশ্বাস এর গুরুত্ব।

আখিরাত বলতে পরকালীন জীবনকে বোঝায়। দুনিয়ার জীবনের পর মানুষের স্থায়ী ও অনন্তকালব্যাপী আরেকটি জীবন রয়েছে। এটাই পরকাল। কিয়ামত, কবর, হাশর, মিযান, সিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আখিরাত জীবনের এক একটি স্তর। যারা দুনিয়ার জীবনে ভালো কাজ করবে তারা আখিরাতে পুরস্কার পাবে আর খারাপ কাজের জন্য রয়েছে শাস্তি।
আখিরাতে বিশ্বাস এর গুরুত্ব
আখিরাত ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী জীবনদর্শনে আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য। তাই আখিরাতে বিশ্বাস এর গুরুত্ব অপরিসীম। কেউ আখিরাতে বিশ্বাস না করলে সে কখনো প্রকৃত মুমিন ও মুত্তাকী হতে পারে না। পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা বলেন, ” আর তারা (মুত্তাকীগণ) আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে।” (সূরা আল বাকারা, আয়াত-৪)।
পরকালীন জীবনের সফলতা অর্জনের জন্য আখিরাতে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। আখিরাতে বিশ্বাস না করলে মানুষ সত্য পথ থেকে দূরে সরে যায় এবং পথভ্রষ্ট হয়ে পড়ে। এ বিষয়ে পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা বলেন, “আর কেউ আল্লাহ তাঁর ফেরেশতাগণ তার কিতাবসমূহ তার রাসূলগণ এবং আখিরাত দিবসের প্রতি অবিশ্বাস করলে সে তো ভীষণ ভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে।” (সূরা আন নিসা আয়াত-১৩৬)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *