Islamic
1 min read

মুহাজির কাকে বলে? ‘ফাতহুম মুবিন’ বলতে কি বুঝায়?

জন্মভূমির মায়া ত্যাগ করে যারা রাসুল (স)-এর সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করে, তাদেরকে মুহাজির বলে।

‘ফাতহুম মুবিন’ বলতে কি বুঝায়?
‘ফাতহুম মুবিন’ বলতে হুদায়বিয়ার সন্ধিকে বোঝানো হয়।

হযরত মুহাম্মাদ (স.) ৬ষ্ঠ হিজরি সনে ১৪০০ সাহাবিকে সঙ্গে নিয়ে মক্কা অভিমুখে রায়তুল্লাহ যিয়ারতের উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি মক্কার অদূরে হুদায়বিয়া নামক স্থানে মক্কার কাফিরদের বাধায় সম্মুখীন হন। তখন হযরত মুহাম্মাদ (স.) ও মক্কার কাফিরদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ঐতিহাসিকগণ এটাকে হুদায়বিয়ার সন্ধি নামে আখ্যায়িত করেছেন। পবিত্র কুরআনে এ সন্ধিকে ‘ফাতহুম মুবিন’ বা সুস্পষ্ট বিজয় বলে উল্লেখ করা হয়েছে।

4/5 - (2 votes)