Islamic
1 min read

সুন্নাতে জায়েদা কাকে বলে? সুন্নাহ সম্পর্কে একটি ধারণা দাও।

অতিরিক্ত সুন্নত নামাজকে সুন্নাতে জায়েদা বলে। এটি আসর এবং ঈশা-এর ওয়াক্তে বিদ্যমান রয়েছে। আসর = ৪ রাক’য়াত ও ঈশা = ৪ রাক’য়াত।

সুন্নাহ সম্পর্কে একটি ধারণা দাও।

ইসলামি শরিয়তের দ্বিতীয় উৎস হলো সুন্নাহ বা হাদিস।

হযরত মুহাম্মদ (স)-এর বাণী, কর্ম ও তাঁর সমর্থিত রীতিনীতিই সুন্নাহ। সুন্নাহ হলো আল-কুরআনের ব্যাখ্যাস্বরূপ। আল-কুরআনে যেসব বিধি-বিধান বর্ণনা করা হয়েছে মহানবি (স) তাঁর দৈনন্দিন জীবনে সেগুলোর বাস্তব প্রতিফলন ঘটিয়েছেন। ফলে আল-কুরআনের কোনো আয়াতের ব্যাখ্যা প্রয়ােজন হলে সর্বপ্রথম তা মহানবি (স)-এর জীবনীতে খুঁজে দেখতে হবে। মূলত সুন্নাহ বা হাদিস হলো আল-কুরআনের পরিপূরক। আলকুরআনে একে শরিয়তের দলিল হিসেবে বর্ণনা করা হয়েছে।

Rate this post