তাকদিরে বিশ্বাস বলতে কি বোঝায়?

তাকদিরে বিশ্বাস বলতে ভাগ্যের ভালো-মন্দের ওপর আস্থা স্থাপন করাকে বোঝায়।

তাকদির অর্থ ভাগ্য। ইমানের সাতটি বিষয়ের মধ্যে তাকদিরের প্রতি বিশ্বাস অন্যতম। মানুষের ভাগ্য আল্লাহ তায়ালা দ্বারা নির্ধারিত। ভালো-মন্দ যা কিছু তা আল্লাহর হুকুমেই হয়। তাই দুনিয়ার জীবনে সুখে আত্মহারা হওয়া যাবে না, আবার দুঃখে দিশেহারা হওয়া যাবে না। এ ধরনের বিশ্বাস এবং কর্মই হলো তাকদিরে বিশ্বাস।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *