Islamic
0 min read

‘তাওয়াফে জিয়ারত’ ও ‘তাওয়াফে বিদা’ বলতে কী বোঝায়?

‘তাওয়াফে জিয়ারত’ বলতে কী বোঝায়?
‘তাওয়াফে জিয়ারত’ হলো হজের একটি ফরজ আনুষ্ঠানিকতা।

হজের সময় হাজিগণ মিনায় কুরবানি করে ইহরাম থেকে মুক্ত হন। এরপর মক্কা ফিরে গিয়ে কাবাঘর তাওয়াফ করেন। এ তাওয়াফকে তাওয়াফে জিয়ারত বলা হয়। এ তাওয়াফ ১০, ১১ অথবা ১২ই জিলহজ তারিখে করা যায়। এটি পালন না করলে হজ গ্রহণযোগ্য হবে না।

‘তাওয়াফে বিদা’ বলতে কী বোঝায়?
মক্কার বাইরে থেকে আগত হাজিদের বিদায়কালীন তাওয়াফকে তাওয়াফে বিদা বলে।

বহিরাগত হাজিদের জন্য বিদায়ী তাওয়াফ ওয়াজিব। জিলহজ মাসের ১১ ও ১২ তারিখে দুপুরের পর কংকর নিক্ষেপ করে মক্কায় ফিরে আসার সময় বিদায়ী তাওয়াফ করতে হয়। এ তাওয়াফকে তাওয়াফুল বিদা বা প্রত্যাবর্তনকারী তাওয়াফ বলে।

Rate this post