ফেরেশতাদের প্রতি বিশ্বাস বলতে তাদের অস্তিত্ব, বিশেষত্ব ও কার্যক্রমে বিশ্বাস করাকে বোঝায়।
ফেরেশতারা নুরের তৈরি। আল্লাহ তায়ালা তাদেরকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তারা সবসময় আল্লাহর জিকির ও তাসবিহ পাঠ করেন। তারা আল্লাহর আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োজিত। ফেরেশতাগণ পুরুষ নন এবং নারীও নন। অগণিত সংখ্যক এ বিশেষ সৃষ্টির কোনো আহার-নিদ্রার প্রয়োজন হয় না। এ বিষয়সমূহে বিশ্বাস স্থাপন করাকেই বলা হয় ফেরেশতাদের প্রতি বিশ্বাস।