Islamic

গিবত অর্থ কি? গিবত কাকে বলে? গিবতের স্বরূপ।

1 min read

গিবত আরবি শব্দ। এর অর্থ পরনিন্দা, পরচর্চা, অসাক্ষাতে দুর্নাম করা, সমালোচনা করা, অপরের দোষ প্রকাশ করা, কুৎসা রটনা করা ইত্যাদি। ইসলামি পরিভাষায় কারও অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পায় তাকে গিবত বলে। প্রচলিত অর্থে অসাক্ষাতে কারও দোষ বলাকে গিবত বলা হয়।

একটি হাদিসে মহানবি (স.) সুন্দরভাবে গিবতের পরিচয় বর্ণনা করেছেন। একদা নবি (স.) বললেন, তোমরা কি জানো গিবত কী? সাহাবিগণ বললেন, আল্লাহ ও তাঁর রাসুলই ভালো জানেন। রাসুলুল্লাহ (স.) বললেন, “গিবত হলো- তুমি তোমার ভাইয়ের এমনভাবে আলোচনা করবে যা শুনলে সে মনে কষ্ট পায়। অতঃপর রাসুলুল্লাহ (স.)- কে বলা হলো, আমি যা বলব তা যদি আমার ভাইয়ের মধ্যে পাওয়া যায় সেক্ষেত্রেও কি তা গিবত হবে? উত্তরে রাসুলুল্লাহ (স.) বললেন, তুমি যা বলছ তা যদি তার মধ্যে থাকে তবে তা গিবত হবে। আর যদি তা তার মধ্যে না পাওয়া যায় তবে তা হবে অপবাদ।” (মুসলিম)

গিবতের স্বরূপ
আমরা অনেক সময় অলস বসে থাকি। হাতে কোনো কাজ থাকে না। বন্ধুবান্ধব মিলে গল্প করি। এসময় কথায় কথায় অন্যের সমালোচনা করি। সহপাঠী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের দোষ খুঁজে বেড়াই। তাদের নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করি। বস্তুত এসবই গিবত। ঠাট্টাচ্ছলে গল্প করার সময় এসব কথার দ্বারা অনেক বড় গুনাহ হয়। তবে শুধু কথার মাধ্যমেই নয় বরং আরও নানা ভাবে গিবত হতে পারে। যেমন, লেখনীর মাধ্যমে, ইশারা-ইঙ্গিতে বা অঙ্গভঙ্গির মাধ্যমে কারও সমালোচনা করা। কারও কোনো অভ্যাস নিয়ে চিত্র, লেখা বা কার্টুনের মাধ্যমেও গিবত করা যায়।

কারও কোনো দোষ আলোচনা করা গিবতের সবচেয়ে পরিচিত রূপ। এ ছাড়াও শারীরিক দোষ-ত্রুটি, পোশাক-পরিচ্ছদের সমালোচনা, জাত-বংশ নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা, কারও চারিত্রিক বৈশিষ্ট্য ও অভ্যাস নিয়ে সমালোচনা করা ইত্যাদি গিবতের অন্তর্ভুক্ত।

গিবতের কুফল ও পরিণাম

ইসলামি শরিয়তে গিবত বা পরনিন্দা করা অবৈধ। আল্লাহ বলেছেন, “আর তোমরা একে অন্যের গিবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসবে? বস্তুত তোমরা নিজেরাই তা অপছন্দ করে থাকো।” (সূরা আল-হুজুরাত, আয়াত ১২)

গিবত করাকে আল-কুরআনে নিজ মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। সুতরাং গিবত খুবই অপছন্দনীয় কাজ। সুস্থ বিবেকবান কোনো মানুষই এরূপ কাজ পছন্দ করতে পারে না। আল্লাহ তায়ালাও গিবত করা পছন্দ করেন না।

পবিত্র হাদিসে মহানবি (স.) আমাদের গিবতের পরিণাম সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। রাসুলুল্লাহ (স.) বলেছেন, “গিবত ব্যভিচারের চাইতেও মারাত্মক। সাহাবিগণ বললেন, হে আল্লাহর রাসুল! গিবত কীভাবে ব্যভিচারের চাইতেও মারাত্মক অপরাধ হয়? রাসুল (স.) বললেন, কোনো ব্যক্তি ব্যভিচার করার পর তওবা করলে আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু গিবতকারীকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না, যতক্ষণ না যার গিবত করা হয়েছে সে ব্যক্তি মাফ করবে।” (বায়হাকি)

ইসলামি শরিয়তে গিবত সম্পূর্ণরূপে হারাম। কারও গিবত করা যেমন হারাম তেমনি গিবত শোনাও হারাম। গিবত না করার পাশাপাশি গিবত শোনা থেকেও বিরত থাকতে হবে। গিবতকারীকে গিবত বলা থেকে বিরত থাকার জন্য বলতে হবে। নতুবা যেসব স্থানে গিবতের আলোচনা হবে সেসব স্থান এড়িয়ে চলতে হবে।

গিবতের পাপ অত্যন্ত ভয়াবহ। আমরা অনেক সময় এমন ব্যক্তির গিবত করে থাকি যার নিকট ক্ষমা চাওয়ারও সুযোগ নেই। ফলে গিবতের এ পাপ আল্লাহও ক্ষমা করবেন না। সুতরাং আমরা গিবত করা থেকে বিরত থাকব। যদি কোনো কারণে তা হয়ে যায় তবে সাথে সাথে গিবতকৃত ব্যক্তির নিকট থেকে ক্ষমা চেয়ে নেব।

এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–
১। গিবত কোন ভাষার শব্দ?
ক) বাংলা
খ) ফার্সি
গ) গ্রিক
ঘ) আরবি
সঠিক উত্তর : ঘ) আরবি

২। ‘গিবত’ শব্দের অর্থ কী?
ক) পরনিন্দা
খ) মিথ্যা
গ) হিংসা
ঘ) অহংকার
সঠিক উত্তর : ক) পরনিন্দা

৩৷ গিবতের সবচেয়ে পরিচিত রূপ কোনটি?
ক) কারও কোনো দোষ আলোচনা করা
খ) ঠাট্টা-বিদ্রূপ করা
গ) লেখনীর মাধ্যমে গিবত করা
ঘ) অঙ্গভঙ্গির মাধ্যমে গিবত করা
সঠিক উত্তর : ক) কারও কোনো দোষ আলোচনা করা

৪। অসাক্ষাতে কারও দোষ বলাকে কী বলা হয়?
ক) গিবত
খ) হিংসা
গ) প্রতারণা
ঘ) অহংকার
সঠিক উত্তর : ক) গিবত

৫। গিবত কীসের চেয়ে মারাত্মক?
ক) ব্যভিচারের
খ) হত্যার
গ) চুরি করার
ঘ) ঝগড়া
সঠিক উত্তর : ক) ব্যভিচারের

৬। ইসলামি শরিয়তে গিবতের হুকুম কী?
ক) হালাল
খ) হারাম
গ) মাকরূহ
ঘ) মুবাহ
সঠিক উত্তর : খ) হারাম

৭। গিবত শোনা ইসলামের দৃষ্টিতে কী?
ক) হালাল
খ) হারাম
গ) মুস্তাহাব
ঘ) মাকরূহ
সঠিক উত্তর : খ) হারাম

৮। গিবত করাকে কীসের সাথে তুলনা করা হয়েছে?
ক) বাবা-মাকে কষ্ট দেওয়ার সাথে
খ) মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে
গ) প্রতিবেশীকে কষ্ট দেওয়ার সাথে
ঘ) রাসূল (স.)-কে কষ্ট দেওয়ার সাথে
সঠিক উত্তর : খ) মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে

৯। শাহানা তার সহকর্মী রত্নার পোশাক – আশাক এবং কথাবার্তা নিয়ে তার পেছনে সব সময় খারাপ মন্তব্য করে। তার কাজটিকে কীসের সাথে তুলনা করা যায়?
ক) মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে
খ) মিথ্যা বলার সাথে
গ) প্রতিহিংসার সাথে
ঘ) বাবা-মাকে কষ্ট দেওয়ার সাথে
সঠিক উত্তর : ক) মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে

১০। গিবতের পরিণতি কী?
ক) অপমান
খ) আল্লাহর অসন্তুষ্টি
গ) দুঃখ-কষ্ট
ঘ) অভিশাপ
সঠিক উত্তর : খ) আল্লাহর অসন্তুষ্টি

১১। ‘তোমরা একে অন্যের গিবত করো না’। কোন সূরায় বলা হয়েছে?
ক) হুজুরাতে
খ) রহমানে
গ) হাশরে
ঘ) ইখলাসে
সঠিক উত্তর : ক

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “গিবত অর্থ কি? গিবত কাকে বলে? গিবতের স্বরূপ।” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

5/5 - (43 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x