পার্থেনিয়াম কি? What is Parthenium?

পার্থেনিয়াম এক ধরনের বিষাক্ত উদ্ভিদ। এ উদ্ভিদের কোন অংশ খেলে বা অধিক সময় এর সংস্পর্শে থাকলে তা মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। পার্থেনিয়ামের ইংরেজি নাম Perthenium এবং বৈজ্ঞানিক নাম Parthenium Hysterophorus. এই বিষাক্ত উদ্ভিদটি সাধারণত উচ্চতায় ১ থেকে ১.৫ মিটার পর্যন্ত হয়ে থাকে। পার্থেনিয়ামে রয়েছে Sesquiterpene Lactones নামক টক্সিন বা বিষ, যা গঠিত হয় Caffeic acid, Vanillic acid, Ansic acid, P-anisic acid, Chlorogenic acid, Ges Parahydroxy benzoic acid দ্বারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *