পড়াশোনা
1 min read

বিম্ব বা প্রতিবিম্ব কাকে বলে? কত প্রকার ও কি কি? What is called Image ?

বিম্ব বা প্রতিবিম্ব কাকে বলে? (What is called Image in Bengali/Bangla?)
কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ঐ দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বিম্ব বা প্রতিবিম্ব (Image) বলে। বিম্ব দুই প্রকার। যথাঃ
১. বাস্তব বিম্ব বা সদ বিম্ব (Real image) ও
২. অবাস্তব বিম্ব বা অসদ বিম্ব (Virtual image)

১. বাস্তব বিম্ব বা প্রতিবিম্ব (Real image) : কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয়, তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বাস্তব বিম্ব বলে।

২. অবাস্তব বিম্ব বা প্রতিবিম্ব (Virtual image) : কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অবাস্তব বিম্ব বলে।

বাস্তব বিম্ব ও অবাস্তব বিম্বের পার্থক্য কি?
বাস্তব বিম্ব ও অবাস্তব বিম্বের পার্থক্য নিচে দেয়া হলো :

বাস্তব বিম্ব

  • কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর দ্বিতীয় কোন বিন্দুতে মিলিত হলে বাস্তব বিম্ব গঠিত হয়।
  • প্রতিফলিত বা প্রতিসরিত আলোক রশ্মির মিলনের ফলে বাস্তব বিম্ব গঠিত হয়।
  • চোখে দেখা যায় এবং পর্দায়ও ফেলা যায়।
  • অবতল দর্পণ ও উত্তল লেন্সে উৎপন্ন হয় ।

অবাস্তব বিম্ব

  • কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর দ্বিতীয় কোন বিন্দু থেকে আসছে বলে মনে হলে দ্বিতীয় বিন্দুতে অবাস্তব বিম্ব গঠিত হয়।
  • অবাস্তব বিম্বের ক্ষেত্রে প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মিগুলোর প্রকৃত মিলন হয় না।
  • চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না ।
  • সব রকম দর্পণ ও লেন্সে উৎপন্ন হয় ।
4/5 - (1 vote)