যে কোনো ওয়েবপেইজের প্রথম পৃষ্ঠাকেই বলা হয় হোম পেইজ (Home page)। হোম পেইজ হলো কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নিজস্ব ওয়েব পেইজ। হোম পেইজকে ব্রাউজার শুরুতে লোড করে।
হোম পেইজ হচ্ছে এক ধরনের ইনডেক্স বা সূচি। এর মাধ্যমে ওয়েবে তথ্য পাবলিশ করা হয় এবং হোম পেইজটিই হচ্ছে ওয়েবে প্রবেশের মূল প্লাটফর্ম। হোম পেজের সাথে মূলধারার পেজের লিঙ্ক দেয়া থাকে।