Blog
1 min read

ওয়েবসাইট লেআউট (Layout) কি?

লেআউট (Layout) হলো একটি পেজের প্রধান কন্টেন্ট এরিয়ার স্ট্রাকচার বা অবকাঠামো। একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করা অনেক সময়ের ব্যাপার। তাই সাইট তৈরি করার আগে এর বিভিন্ন উপাদানগুলো কীভাবে সাজানো হবে তার একটি লেআউট তৈরি করে নিলে কাজের সুবিধা হয়। যেমন, টাইটেল, হেডিং, প্রধান কন্টেন্ট (টেক্সট, ইমেজ, লিংক ইত্যাদি), ফুটার ইত্যাদি কোনটি কোথায়, কী অবস্থায় থাকবে তার পরিকল্পনা বা ছককে লেআউট বলা হয়।

4.1/5 - (29 votes)