লােকাল ওয়েবপেজ (Local webpage) ও রিমােট ওয়েবপেজ (Remote webpage) কি?

লােকাল ওয়েবপেজঃ স্থানীয়ভাবে ডিজাইন ও সংরক্ষণকৃত ওয়েবপেইজগুলােকে লােকাল ওয়েবপেজ (Local webpage) বলা হয়। লােকাল ওয়েবপেইজগুলাে সাধারণত সাের্স ড্রাইভ ও ডিরেক্টরি থেকে সহজেই ব্যবহার করা যায়। এ ধরনের পেইজ ব্যবহারের জন্য ইন্টারনেট সংযােগের প্রয়ােজন হয় না।

রিমােট ওয়েবপেজঃ দূরবর্তী কোন কম্পিউটারে সংরক্ষিত ওয়েবপেইজগুলােকে রিমােট ওয়েবপেজ (Remote webpage) বলা হয়। রিমােট ওয়েবপেইজ ডাউনলােড করার জন্য ইন্টারনেট সংযােগের প্রয়ােজন হয়। এ ধরনের ওয়েবপেইজ ব্রাউজিং এর জন্য ওয়েব অ্যাড্রেস জানার প্রয়ােজন হয়। এরূপ অ্যাড্রেসকে Uniform Resource Locator (URL) বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *