পড়াশোনা
1 min read

এইচটিএমএল লেখার জন্য কি কি প্রয়োজন?

এইচটিএমএল লেখার জন্য আলাদা কোন টেক্সট এডিটর সফটওয়্যার ব্যবহার না করলেও হবে, আপনার কম্পিউটারে Notepad নামে যে টেক্সট এডিটর আছে সেখানেই কোড লিখতে পারবেন। তবে নােটপ্যাডের উন্নত সংস্করণ Notepad + + বা আরও উন্নত এডিটর যেখানে আপনি একই সাথে কোড লিখতে ও তার আউটপুট দেখতে পারবেন যেমন- Adobe Dreamweaver, HTML Kit ব্যবহার করতে পারেন আপাতত আমি আপনাদের Notepad + + ব্যবহার করতে বলব। এবার এইচটিএমএল কোডকে রান করানাের জন্য যেকোন একটি ব্রাউজার হলেই হবাে যেমনঃ Internet Explorer, Mozilla Firefox, Google Chrome ইত্যাদি।

Rate this post