Blog
1 min read

ওয়েব ডিজাইনের জন্য HTML-ই কি যথেষ্ট?

আসুন তার আগে জেনে নিই ওয়েব ডিজাইন কি ওয়েব ডিজাইন হল একটি ওয়েব পেজের বাহ্যিক কাঠামাে তৈরী করা যেখানে কোন এপ্লিকেশন থাকবে না। এখন প্রশ্ন হল এপ্লিকেশন কি? যেমন ধরুন অ্যাকাউন্ট খােলা ছাড়া আমরা ফেসবুক ব্যবহার করতে পারি না বা আমাদের অ্যাকাউন্টে ঢুকতে লগইন করতে হয় এগুলােই হল এক একটা এপ্লিকেশন। এবার আসল কথায় আসি ওয়েব ডিজাইনের জন্য কি এইচটিএমএল ই যথেষ্ট? এক কথায় না ওয়েব ডিজাইনের জন্য এইচটিএমএল – ই যথেষ্ট না এইচটিএমএল ব্যবহার করে আপনি শুধুমাত্র ওয়েব পেজে বিভিন্ন কনটেন্ট প্রদর্শন করতে পারবেন। এরপর CSS (Cascading Style Sheers) ব্যবহার করে ওয়েব পেজে বিভিন্ন স্টাইল ব্যবহার করতে পারবেন। ওয়েব ডিজাইনের জন্য এইচটিএমএল, সিএসএস ও ফটোশপ জানলেই হবে। এই তিনটি ব্যবহার করে স্ট্যাটিক ওয়েব সাইট তৈরি করা যায় (স্ট্যাটিক ওয়েব সাইট হল যেখানে কোন এপ্লিকেশন থাকবে না)। কিন্তু ওয়েব ডেভলপার হতে হলে আরও অনেক কিছু জানতে হবে।

Rate this post