পড়াশোনা
1 min read

ইমেজ ট্যাগ, অ্যাংকর ট্যাগ ও প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার লিখ।

কোনো ইমেজকে নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় ট্যাগ হলো ইমেজ ট্যাগ। এর সিনট্যাক্সটি হলো <img src = “url”> যেখানে src হলো একটি অ্যাট্রিবিউট আর url হলো ইমেজটি কোথায় সংরক্ষিত আছে তার ঠিকানা৷ img ট্যাগ এর একটি ব্যবহার হলো : <img src = “flower.jpg”>
কোনো ডকুমেন্টের ভেতরে হাইপারলিংক নির্ধারণ করার জন্য অ্যাংকর ট্যাগ ব্যবহৃত হয়। হাইপারলিংক এবং অ্যাংকর উভয়ই নির্ধারণ করতে অ্যাংকর এলিমেন্ট <a> ব্যবহৃত হয়। HTML লিংকের সিনট্যাক্স হলো : <a href = ” url”> Link Text </a>। href হলো একটি অ্যাট্রিবিউট এবং url হলো লিংককৃত পেজের ঠিকানা। <a> ট্যাগ এর একটি ব্যবহার হলো : <a href = “Home.html”> Home Page</a>
প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে একটি প্যারাগ্রাফ নির্দেশ করে। প্যারাগ্রাফ ট্যাগটি হলো <p>…… </p>। <p> ট্যাগ এর অ্যাট্রিবিউট হলো align যার মান হতে পারে left, center, right। <p> ট্যাগ এর একটি ব্যবহার হলো : <p align = “center”>Hellow World</p>

Rate this post