টপ লেভেল ডোমেইন কি? উদাহরণসহ ব্যাখ্যা করো।

টপ লেভেল ডোমেইন হচ্ছে ডোমেইনের সর্বশেষ অংশ। টপ লেভেল ডোমেইন দুই ধরনের হয়ে থাকে। যথা : ১) কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন এবং ২) জেনেরিক টপ লেভেল ডোমেইন।
১) কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন : এটি হলো কোন দেশের পরিচয়মূলক দুই অক্ষর বিশিষ্ট শব্দ। যেমন : ধরা যাক, www.buet.ac.bd অ্যাড্রেসটিতে বোঝানো হয়েছে ডোমেইন নেইমটি বাংলাদেশের। নিচে কিছু কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইনের উদাহরণ দেওয়া হলো–
bd – বাংলাদেশ
uk – যুক্তরাজ্য
us – যুক্তরাষ্ট্র
sa – সৌদি আরব
ch – সুইজারল্যান্ড
za – দক্ষিণ আফ্রিকা
ja – জাপান
ca – কানাডা
au – অস্ট্রেলিয়া
sg – সিঙ্গাপুর
my – মালয়েশিয়া
cn – চীন
in – ইন্ডিয়া
pk – পাকিস্তান
lk – শ্রীলঙ্কা
bt – ভুটান

২) জেনেরিক টপ লেভেল ডোমেইন : বর্তমানে ৭ ধরনের জেনেরিক ডোমেইন প্রচলিত আছে। এ নাম দেখে বুঝা যাবে প্রতিষ্ঠানটি কোন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। যেমন–
com – বাণিজ্যিক (Commercial) প্রতিষ্ঠান
org – অবাণিজ্যিক (Organization) প্রতিষ্ঠান
gov – সরকারি (Government) প্রতিষ্ঠান
edu – শিক্ষা (Educational) প্রতিষ্ঠান
mil – সামরিক (Military) প্রতিষ্ঠান
net – নেটওয়ার্ক (Network) প্রতিষ্ঠান
int – আন্তর্জাতিক (International) প্রতিষ্ঠান

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *