সংকেত কি? কত প্রকার ও কি কি? What is Signal?
সংকেত কি? (What is Signal in Bengali/Bangla?)
সংকেত হলো কোনো চিহ্ন বা কার্য বা শব্দ যা নির্দিষ্ট বার্তা বহন করে। কোনো তড়িৎ বা রেডিওর বেলায় সংকেত হলো কোনো ঘাত বা শব্দ তরঙ্গ, যা প্রেরণ করা হয়। অথবা সংকেত হতে পারে কোনো স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) থেকে পাঠানো বেতার তরঙ্গ । উৎস অনুসারে বিবেচনা করলে সংকেত দুই প্রকার। যথা
(১) অডিও সংকেত (Audio Signal) এবং
(২) ভিডিও সংকেত ( Video Signal)