পড়াশোনা
1 min read

কমান্ড বাটন (Command button) কাকে বলে?

ডায়ালগ বক্সের OK, Cancel, Help ইত্যাদি লিখা বাটনগুলােকে কমান্ড বাটন (Command button) বলে। ডায়ালগ বক্সে বিভিন্ন অপশন ব্যবহার করে OK বাটনে ক্লিক্ করলে পরিবর্তন বা অন্যান্য নির্বাচিত অপশন বাটনগুলো কার্যকরী হয়। Cancel বাটনে ক্লিক করলে পরিবর্তন বা নির্বাচন বাতিল হয়ে ডায়ালগ বক্স বন্ধ হয়ে যাবে। Help বাটনে ক্লিক্ করলে বিভিন্ন বাটন এবং অপশনগুলো সম্পর্কে তথ্য সহায়তা পাওয়া যাবে।

Rate this post