সিস্টেম রিস্টোর ও ব্যাকআপ প্রক্রিয়া বলতে কী বোঝায়?
সিস্টেম রিস্টোর কম্পিউটারের আগের কোন সময়ের সেটিং ফিরে পেতে সাহায্য করে। মূলত এটি এক ধরনের Undo প্রক্রিয়া। এর ফলে কম্পিউটার সেটিংয়ের নতুন সংযোজনগুলো বাতিল হয়ে গেলেও ব্যক্তিগত ফাইল যেমন– ডকুমেন্ট, ফটো বা ই-মেইল ইত্যাদির কোন পরিবর্তন হয় না।
প্রায় সময়েই দেখা যায় নতুন করে কোন প্রোগ্রাম বা ড্রাইভার ইন্সটল করলে কম্পিউটার ক্রাশ করে বা সমস্যা দেখা দেয়। এরকম সময়ে প্রথমে সেই ড্রাইভটি বা প্রোগ্রামটি আনইন্সটল করার পরামর্শ দেয়া হয়। কিন্তু তার পরও যদি সমাধান না হয় তবে সিস্টেম রিস্টোর করার প্রয়োজন হয়। তবে সিস্টেম রিস্টোর করলে কোন ব্যক্তিগত ফাইল যা আগে মুছে ফেলা হয়েছে তা ফিরে পাওয়া যায় না। এ রকম সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য Films Back up System এর সাহায্য নিতে হয়।