পড়াশোনা
1 min read

মেইনফ্রেম কম্পিউটার কি? What is Mainframe computer?

মেইনফ্রেম কম্পিউটার (Mainframe computer) এক ধরনের উচ্চস্তরের কম্পিউটার। উচ্চতর জটিল বিষয়াদির ফলাফল পাওয়ার জন্য এ কম্পিউটার তৈরি করা হয়ে থাকে। এতে যাতে একসাথে অনেকে কাজ করতে পারে, এমন সুবিধা প্রদানের জন্য রয়েছে একাধিক টার্মিনাল। বিভিন্ন গবেষণামূলক কাজে, বড় ধরনের প্রতিষ্ঠান পরিচালনার জন্য এ কম্পিউটার ব্যবহার করা হয়। যে কম্পিউটারটি মিনি ও মাইক্রো কম্পিউটারের চেয়ে বড় এবং সুপার কম্পিউটারের চেয়ে ছোট কিন্তু স্বল্প সময়ে অধিক কাজ করতে সক্ষম তাকে মেইনফ্রেম কম্পিউটার বলে। এ জাতীয় কম্পিউটারে ইনপুট যন্ত্র, আউটপুট যন্ত্র এবং সহায়ক স্মৃতির সংখ্যা থাকে অনেকগুলো। এ জাতীয় কম্পিউটারে বিভিন্ন ধরনের প্রোগ্রাম একই সময় কার্যরত থাকতে পারে। এতে কয়েকটি টার্মিনাল যুক্ত করে একই সময়ে একই ধরনের কাজ বিভিন্ন ব্যক্তি একযোগে করতে পারে। এতে কোনো অসুবিধা সৃষ্টি হয় না।

Rate this post