ডিজিটাল কম্পিউটারের ‘ডিজিটাল’ কথাটি ‘Digit’ শব্দ হতে উৎপত্তি হয়েছে। যার অর্থ হলো অঙ্ক। ডিজিটাল কম্পিউটার বাইনারী সংখ্যা পদ্ধতি ০ ও ১-এর ভিত্তিতে যাবতীয় কাজ সম্পাদন করে থাকে।
অর্থাৎ এ কম্পিউটার ইনপুট গ্রহণ, ডাটা প্রক্রিয়াকরণ আউটপুট প্রদানসহ মেমোরিতে ডাটা সংরক্ষণ প্রভৃতি কাজ ডিজিট বা বাইনারী সংখ্যা ০ ও ১ এর মাধ্যমে সম্পন্ন করে থাকে। ডাটা প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য ডিজিটাল কম্পিউটারে বর্ণ ও অঙ্ক ইনপুট হিসেবে ব্যবহার করা হয় এবং প্রক্রিয়াকরণের ফলাফল সরাসরি মনিটরে বা অন্য কোনো আউটপুট ডিভাইসে প্রদর্শিত হয়। মূলত এটি গণিতের নীতির ওপর ভিক্তি করে পরিচালিত একটি হিসাবযন্ত্র। ডিজিটাল কম্পিউটারে ডিজিটাল সংকেত বা বিদ্যুৎপ্রবাহ চালু বা বন্ধ করে হিসাব কাজ করা হয়ে থাকে অর্থাৎ এটি ‘০’ ও ‘১’ দিয়ে সব ধরনের কাজের প্রক্রিয়া সম্পন্ন করে।