ইরেজার (Eraser) টুলের ব্যবহার লিখ।

ইরেজার (Eraser) টুল দিয়ে যখন কোন রঙ মুছে ফেলা হয় তখন ঐ রঙটি আসলে ক্যানভাসের রঙ দিয়ে ঢেকে দেওয়া হয়। ক্যানভাসের রঙ সাদা হলে মনে হবে রঙটা মুছে যাচ্ছে। ক্যানভাসের রঙ সাদা ছাড়া অন্য কোনো রঙ হলে বিষয়টি বোঝা যাবে। তবে, স্বচ্ছ (Transparent) লেয়ারের ছবি ইরেজার টুল দিয়ে স্বাভাবিক নিয়মে মুছে ফেলা যাবে।

সূক্ষ্ম অংশ মোছার জন্য কীবোর্ডের CAPS LOOK চেপে দিলে ইরেজার টুল যোগ চিহ্নের (+) আকার ধারণ করে। তখন সূক্ষ্ম অংশ মোছার কাজ করা যায়। ইরেজার টুলের অপশন বার-এর মোড ড্রপ-ডাউন তালিকা থেকে ব্রাশ, পেন্সিল বা ব্লক সিলেটে করে মোছার কাজ করা যায়। ব্লক সিলেক্ট করলে রাবার ইরেজার ইলেকট্রনিক সংস্করণের মতো কাজ করে। অন্য টুলগুলো সিলেক্ট করলে ওই সব টুলেরব Opacity অপশন ব্যবহার করা যায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *