ডাইনামিক মাস্টার ফাইল কাকে বলে? ডকুমেন্ট বলতে কি বুঝ?

যেসব মাস্টার ফাইলের ডেটা মাঝে মাঝে আধুনিকীকরণের দরকার পড়ে তাকে ডাইনামিক মাস্টার ফাইল (Dynamic master file) বলে। এ ফাইলে সাধারণত বিভিন্ন পণ্যের উৎপাদন, বিপণন ইত্যাদি তথ্য থাকে।

ডকুমেন্ট বলতে কি বুঝ?

ডকুমেন্ট শব্দের সাধারণ অর্থ হচ্ছে প্রমাণ-দলিল, প্রমাণ-পত্র, নথিপত্র ইত্যাদি। টাইপ সেটিং করে বা টাইপিং এর মাধ্যমে কাগজ কিংবা মনিটরের পর্দায় উপস্থাপন করা যায় এমন সবকিছুই ডকুমেন্ট (Document)। চিঠিপত্র, বায়োডেটা, রিপোর্ট, বই, মেমো, নথিপত্র ইত্যাদি সবই ডকুমেন্টের আওতায় পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *