স্ট্যাবিলাইজার কি? What is Stabilizer?
স্ট্যাবিলাইজার হচ্ছে এক প্রকার বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রক যন্ত্র। মূল বৈদ্যুতিক লাইন থেকে বিদ্যুৎ এ যন্ত্রের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে কম্পিউটারে যায়। বিদ্যুতের হঠাৎ উত্থান-পতন বা ওঠা-নামাকে নিয়ন্ত্রণ করাই এ যন্ত্রের কাজ। এর ব্যবহারে অসম বিদ্যুৎ প্রবাহজনিত কারণে কম্পিউটারের কোন ক্ষতির সম্ভাবনা থাকে না। এতে ব্যবহারকারীর সফ্টওয়্যার এবং সিস্টেমটি নিরাপদ ও ঝুঁকিমুক্ত থাকে। আমাদের দেশে বিদ্যুৎ হঠাৎ ওঠা-নামা করে। তাই ইউপিএস না থাকলে কমপিউটারের সাথে অবশ্যই স্ট্যাবিলাইজার ব্যবহার করা উচিত।