রাজধানীর রূপনগর বেড়িবাঁধে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, মিলন হোসেন (২২), হারুন (১৭) ও শামিম হোসেন (১৮)। শুক্রবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে রূপনগর বেড়িবাঁধে সাদি পেট্রল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের স্বজনরা বলছেন, বিকালে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে দুর্ঘটনার শিকার হন।
তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু মো. হাসান জানান, মিলন ফুটপান্ডায় খাবার সরবরাহের কাজ করতেন। হারুন ও শামিম একটি মোটর গ্যারেজে কাজ করতেন। বিকালে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। পরে রূপনগর বেড়িবাঁধে পিকআপভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় হারুনের। মিলন ও শামিমকে আহত অবস্থায় প্রথমে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যান মিলন। চিকিৎসাধীন অবস্থায় তার কিছুক্ষণ পর মারা যান শামিম।
মিলনের চাচা মো. জামাল হোসেন জানান, তাদের বাড়ি ঝালকাঠির কাঠালিয়া এলাকায়। তার বাবার নাম সোবহান মিয়া। বর্তমানে মিরপুর ১ নম্বর সেকশনের উত্তর বিশিল এলাকার তিন নম্বর রোডে থাকতো। ফুটপান্ডায় খাবার সরবরাহের কাজ করতো সে। বিকালে মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলো।
ঢামেক হাসপতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মিলন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান। শামিম চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে মারা যান। নিহত ৩ জনের লাশই ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মিলনের বিস্তারিত ঠিকানা পাওয়া গেলেও বাকি দুজনের ঠিকানা পাওয়া যায়নি। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ঘাতক পিকআপটি শনাক্তের চেষ্টা চলছে।