ড্রাইভার হলাে এমন কিছু প্রােগ্রাম, যা সাধারণত কম্পিউটারের সাথে ব্যবহৃত বিভিন্ন হার্ডওয়্যারকে কার্যক্ষম করার জন্য ব্যবহার করা হয়। সাধারণত এগুলাে হার্ডওয়্যার তৈরি ও প্রচারকারী প্রতিষ্ঠানসমূহ তাদের পণ্যের সাথেই সরবরাহ করে থাকে। যেমন- মনিটর, প্রিন্টার, স্ক্যানার, প্লটার ইত্যাদির বিভিন্ন মডেলের জন্য বিভিন্ন ড্রাইভার রয়েছে। হার্ডওয়্যার প্রতিষ্ঠানগুলাের ওয়েবসাইট থেকেও তাদের বিভিন্ন মডেলের ড্রাইভারগুলাের অধিকাংশই বিনামূল্যে ডাউনলােড করা যায়। পাশাপাশি যেসব সাইট বিভিন্ন ধরনের সফটওয়্যার ডাউনলােড করার সুবিধা দিয়ে থাকে সেগুলাে থেকেও প্রয়ােজনীয় ড্রাইভারটি ডাউনলােড করা যায়।