এইচডব্লিওআর কি? What is HWR?
HWR এর পূর্ণরূপ হচ্ছে– Hand Writing Recognition। এটি হাতের লেখা পরীক্ষা করার একটি যন্ত্র। প্রত্যেক মানুষের হাতের লেখাই স্বতন্ত্র। বাহ্যিক দৃষ্টিতে কখনো কখনো লেখা বা সিগনেচার একই রকম মনে হলেও তা আসলে এক হয় না। অনেক সময় দেখা যায় ভিন্ন ভিন্ন মানুষের হাতের লেখার টান একই রকম। ফলে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তাই বাহ্যিক দৃষ্টিতে লেখা বা সিগনেচার একই রকম মনে হলে এবং তা আলাদা করতে না পারলে এই যন্ত্রের সাহায্যে খুব সহজেই হাতের লেখা বা সিগনেচার পরীক্ষা করা যায়।