Memory Module হলো একটি Printed সার্কিট বোর্ড যেখানে অনেকগুলো মেমোরি চিপ লাগানো থাকে। মেমোরি মডিউলকে Memory Bank এর সাহায্যে মাদারবোর্ডের সাথে লাগানো হয়।
মেমোরি মডিউল এর ধারণক্ষমতা (Capacity of Memory Module)
একটি Memory Module এর গায়ে Module এ থাকা Memory Chip এবং প্রত্যকটি Chip-এর ক্ষমতা লেখা থাকে। Chip-এর সংখ্যা এবং তার Capacity থেকে Memory Module এর Capacity বের করা যায়। যদি একটি Module এর গায়ে 8 × 16 লেখা থাকে তাহলে বুঝতে হবে Module-এ ৪টি Chip এবং প্রতিটি Chip এর ডাটা Capacity হচ্ছে 16 ÷ 8 = 2 MB। সেক্ষেত্রে মডিউল এর ধারণক্ষমতা হবে = 8 × 2 = 16 MB।