কম্পিউটারের মেমোরি কি? মেমোরি কত প্রকার ও কি কি?

কম্পিউটারের মেমোরি বা স্মৃতি হচ্ছে কম্পিউটারে ডাটা সংরক্ষণের জন্য ব্যবহৃত মাধ্যম বা ধারক। ডাটা প্রক্রিয়াকরণের সুবিধার্থে মেমোরিতে ডাটা জমা রাখা হয় এবং প্রয়োজনে তা সহজে কাজে লাগানো হয়।

প্রকারভেদ : কম্পিউটারের মেমোরিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা :

১. প্রধান বা মুখ্য মেমোরি (Main/Primary Memory);
২. সহায়ক বা গৌণ মেমোরি (Auxiliary/Secondary Memory);
৩. ক্যাশ মেমোরি বা প্রসেসর মেমোরি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *