প্লটার (Plotter) কত প্রকার ও কি কি?

প্লটার দুই প্রকার। যথা-
১। ফ্লাট বেড প্লটার।
২। ড্রাম প্লটার।

(১) ফ্লাট বেড প্লটারঃ এ জাতীয় প্লটারের ওপর আনুভূমিকভাবে কাগজ স্থির করে রাখা হয়। এক্ষেত্রে X ও Y উভয় অক্ষ বরাবরই পেনটি সরতে পারে। প্রোগ্রামের নির্দেশমতো CPU পেনটি নিয়ন্ত্রণ করে থাকে, ফলে ছবি, গ্রাফ, ম্যাপ, নকশা প্রিন্ট হয়ে থাকে।

(২) ড্রাম প্লটারঃ এ জাতীয় প্লটারে একটি ঘূর্ণায়মান ড্রামের ওপর আনুভূমিকভাবে কাগজ জড়ানো থাকে। কাগজের ওপর জড়ানো পেন কেবল X অক্ষ বরাবরই যেতে পারে। ড্রামের ঘূর্ণনের জন্য কাগজ আগে পিছনে প্রয়োজনমতো সরতে পারে। এক্ষেত্রে সফটওয়্যারের নির্দেশমতো CPU পেনটি নিয়ন্ত্রণ করে এবং প্রয়োজনীয় ছবি আকা হয়ে থাকে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *