পেন ড্রাইভ (Pen Drive) কাকে বলে?

বর্তমানে কম্পিউটারের মাদারবোর্ডের ইউএসবি পোর্টে লাগিয়ে সহজে তথ্য লেখা ও পড়ার যে সহায়ক স্মৃতি মাধ্যম ব্যবহার প্রচলন হচ্ছে তাকে পেন ড্রাইভ (Pen Drive) বলে।

এটি অত্যন্ত হালকা ও সহজে বহনযোগ্য স্মৃতি মাধ্যম। পেন ড্রাইভ দেখতে অনেকটা কলমের মতো এবং এজন্যই এর নামকরণ করা হয়েছে পেন ড্রাইভ। এর মাধ্যমে খুব সহজেই ডাটা আদান-প্রদান করা যায়। বর্তমানে 1GB, 2GB, 4GB, 8GB থেকে 16GB পর্যন্ত পেন ড্রাইভ ব্যবহৃত হচ্ছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *