কম্পিউটার কেস কি? What is Computer case?
কম্পিউটার কেস (Computer case) হলো এমন একটি এলাকা যা কম্পিউটারের প্রধান কম্পোনেন্টগুলোকে বহন করে। একে কম্পিউটার চেসিস, ক্যাবিনেট, বক্স, টাওয়ার, এনক্লোজার, হাউজিং বা শুধু কেস নামেও ডাকা হয়ে থাকে। কম্পিউটার কেসটি পাওয়ার সাপ্লাই, মাদারবোর্ড, র্যাম, গ্রাফিক্স কার্ড, ল্যান কার্ড, সাউন্ড কার্ড, হার্ডডিস্ক, সিডি/ডিভিডি রম ড্রাইভ বা রাইটার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলোকে একটি কাঠামোর ভেতর আবদ্ধ রাখতে সাহায্য করে। কম্পিউটার কেস সাধারণত স্টিল (স্টিল, ইলেকট্রিক্যালি ক্রোমেট কোটেড বা SECC) বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। অনেক সময় প্লাস্টিক ও কাঠের মতো বস্তুও এতে ব্যবহার করা হয়। কম্পিউটারের পাওয়ার সাপ্লাই ইউনিটটি কেসিংয়ের ভেতর সাধারণত বিল্টইন থাকে।