ইঙ্কজেট প্রিন্টার ও লেজার প্রিন্টার এর মধ্যে পার্থক্য কি?
ইঙ্কজেট প্রিন্টার
১. কাগজের উপর ইঙ্ক নোজল দিয়ে তরল কালি স্প্রে এর মাধ্যমে মুদ্রণ হয়।
২. এ প্রিন্টার ধীর গতিসম্পন্ন।
৩. ইঙ্কজেট প্রিন্টারের প্রিন্ট সাধারণ মানের।
৪. ইঙ্কজেট প্রিন্টারের মূল্য কম।
৫. কালির কার্টিজের দাম কম। কিন্তু পৃষ্ঠা প্রতি ছাপা খরচ বেশি।
৬. উদাহরণঃ Canon Bubble Jet, HP Deskjet, Epson Stylus ইত্যাদি।
লেজার প্রিন্টার
১. লেজার প্রিন্টারে লেজার রশ্মির সাহায্যে কাগজে লেখা ছাপানো হয়।
২. এ প্রিন্টার উচ্চগতি সম্পন্ন।
৩. লেজার প্রিন্টারের ছাপা উন্নত মানের।
৪. লেজার প্রিন্টারের মূল্য বেশি।
৫. কালির টোনারের দাম বেশি। কিন্তু পৃষ্ঠা প্রতি ছাপা খরচ কম।
৬. উদাহরণঃ HP Laserjet, Samsung ML-2010, Canon LBP3500 ইত্যাদি।