অপটিক্যাল মার্ক রিডার (Optical Mark Reader) কাকে বলে?

যে যন্ত্রের সাহায্যে পেন্সিল বা কালির দাগ পাঠ করা যায় সে যন্ত্রকে অপটিক্যাল মার্ক রিডার (OMR) বলে।

এটি এক ধরনের পঠনযন্ত্র, যা কালো কালির দাগ বা পেন্সিলের দাগ বুঝতে পারে। বিশেষ কোনো ব্যবস্থার মাধ্যমে দাগগুলো তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটায়। যার ফলে কম্পিউটার OMR এর মাধ্যমে ভরাটকৃত বৃত্ত বা দাগ বুঝে নেয়। এই পদ্ধতিতে উত্তরপত্র যাচাই করলে কোনো ভুলের আশঙ্কা থাকে না। যখন উত্তর পত্রটি OMR মেশিনে দেওয়া হয় তখন OMR সব কালো কালির দাগগুলো পড়ে নেয় তারপর আগে কম্পিউটারের স্মৃতিতে রাখা উত্তরের সাথে মিল করে সঠিক উত্তর নির্ণয় করে। OMR দিয়ে সঠিকভাবে পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *